Breaking News

বিএনপিকে ঠেকাতে ‘সতর্ক’ পাহারা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ

বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশ ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপিকে ঠেকাতে ‘সতর্ক’ পাহারার নামে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা–কর্মীরা রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে মহড়া শুরু করেছেন। মিছিল, স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।

১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বেলা তিনটার দিকে পুলিশের সঙ্গে দলটির নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতা–কর্মীদের রাজপথে মহড়া রাজপথের উত্তাপ আরও বাড়িয়ে দেবে বলেই শঙ্কা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিভিন্ন স্থানে মিছিলসহকারে অবস্থান নেন। এর মধ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা–কর্মীদের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মিছিল দেখা গেছে ভূতের গলি, হাতিরপুল ও রাসেল স্কয়ারে। সন্ধ্যা থেকে আরও বাড়বে। বিএনপির সম্ভাব্য সমাবেশস্থল নয়াপল্টন থেকে মতিঝিল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর। পাশাপাশি আওয়ামী লীগের নেতা–কর্মীরাও মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

20 comments

  1. পুলিশের সহয়তায়

  2. পুলিশের সহয়তায়

  3. ধন্যবাদ

  4. ধন্যবাদ

  5. Saiful Islam Bhuiyan

    Valer Ligue

  6. Saiful Islam Bhuiyan

    Valer Ligue

  7. শিউলি আক্তার আসলিনাহ

    বিএনপি ধোঁয়া তুলসী পাতা না! এর অর্থ এই না যে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধকে সমর্থন করবেন, অন্য দল যাতে আসতে না পারে তাই ক্ষমতা পরিবর্তনের রাস্তা বন্ধ করে দিয়ে স্বৈরাচার পুষবেন। যদি করেন তাইলে বুঝতে হবে আপনি সাক্ষাৎ অসৎ। নিজের স্বার্থেই ক্রিটিক্যাল মোমেন্টে এসে স্বৈরাচারকে সমর্থন দিচ্ছেন।

    বিএনপিও চোর। এর মানে এই না যে আপনি ব্যাংক লুটকে ডাকাতকে সমর্থন করবেন। যদি করেন, তাইলে বুঝতে হবে বুদ্ধিবৃত্তিক অপচর্চার মাধ্যমে আপনি চোর আসবে এই ভয়ে ডাকাতপালছেন। অথচ কথা ছিল ডাকাত ধরে তাড়িয়ে দেয়ার। কথা ছিল কেউ যাতে চুরি করতে না পারে তার প্রহরা দেবার। কথা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে দিয়ে যে ই চুরি করে, তারই প্রতিবাদ ও প্রতিরোধ করার।

    স্বৈরাচারি সরকারের পতইনই এই মহুর্তের, আজকের বাংলাদেশের প্রধানতম দাবী। হাসিনা সরকার পড়ে যায়নি, মাত্র আন্দোলন শুরু হয়েছে, তাতেই আপনি বিকল্প নাই তত্ব নিয়ে আবার হাজির হয়েছেন। ইনিয়ে বিনিয়ে আপনি বিএনপি খারাপ এই বলে ফ্যাসিবাদকে এসকেইপ দিচ্ছেন। হাসিনা সরকার নিয়ে এত মায়া থাকলে সরাসরি বলেন না কেন, আমি হাসিনা সরকারকে ভালবাসি, তাঁকেই ক্ষমতায় চাই। ইনিয়ে বিনিয়ে বলার দরকার কি!

    মানুষের ভোটে প্রতিনিধি নির্বাচনে এত ভয় কেন?

  8. শিউলি আক্তার আসলিনাহ

    বিএনপি ধোঁয়া তুলসী পাতা না! এর অর্থ এই না যে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধকে সমর্থন করবেন, অন্য দল যাতে আসতে না পারে তাই ক্ষমতা পরিবর্তনের রাস্তা বন্ধ করে দিয়ে স্বৈরাচার পুষবেন। যদি করেন তাইলে বুঝতে হবে আপনি সাক্ষাৎ অসৎ। নিজের স্বার্থেই ক্রিটিক্যাল মোমেন্টে এসে স্বৈরাচারকে সমর্থন দিচ্ছেন।

    বিএনপিও চোর। এর মানে এই না যে আপনি ব্যাংক লুটকে ডাকাতকে সমর্থন করবেন। যদি করেন, তাইলে বুঝতে হবে বুদ্ধিবৃত্তিক অপচর্চার মাধ্যমে আপনি চোর আসবে এই ভয়ে ডাকাতপালছেন। অথচ কথা ছিল ডাকাত ধরে তাড়িয়ে দেয়ার। কথা ছিল কেউ যাতে চুরি করতে না পারে তার প্রহরা দেবার। কথা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে দিয়ে যে ই চুরি করে, তারই প্রতিবাদ ও প্রতিরোধ করার।

    স্বৈরাচারি সরকারের পতইনই এই মহুর্তের, আজকের বাংলাদেশের প্রধানতম দাবী। হাসিনা সরকার পড়ে যায়নি, মাত্র আন্দোলন শুরু হয়েছে, তাতেই আপনি বিকল্প নাই তত্ব নিয়ে আবার হাজির হয়েছেন। ইনিয়ে বিনিয়ে আপনি বিএনপি খারাপ এই বলে ফ্যাসিবাদকে এসকেইপ দিচ্ছেন। হাসিনা সরকার নিয়ে এত মায়া থাকলে সরাসরি বলেন না কেন, আমি হাসিনা সরকারকে ভালবাসি, তাঁকেই ক্ষমতায় চাই। ইনিয়ে বিনিয়ে বলার দরকার কি!

    মানুষের ভোটে প্রতিনিধি নির্বাচনে এত ভয় কেন?

  9. এটাকে ঠেকানো বলে না সরাসরি পুলিশ দিয়ে মানুষ হত্যা শুরু করেছে।

  10. এটাকে ঠেকানো বলে না সরাসরি পুলিশ দিয়ে মানুষ হত্যা শুরু করেছে।

  11. Hafez Anwar Hossain

    আওয়ামী পুলিশ লীগ, আওয়ামী লীগ না

  12. Hafez Anwar Hossain

    আওয়ামী পুলিশ লীগ, আওয়ামী লীগ না

  13. সতর্ক মানে জনগণের উপর গুলি চালা এইত

  14. সতর্ক মানে জনগণের উপর গুলি চালা এইত

  15. লাভ নেই,,

  16. লাভ নেই,,

  17. Oder bicar allha korbe aronnai babe hamle love ahomilik ar police toder bicar allha korbe

  18. Oder bicar allha korbe aronnai babe hamle love ahomilik ar police toder bicar allha korbe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *