Breaking News

নয়াপল্টনে পুলিশ-বিএনপির সংঘর্ষে নিহত ১

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মকবুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান রুমি জানান, বিএনপি পার্টি অফিসের সামনে রাস্তায় শটগানের গুলিতে আহত হয়ে পড়েছিলেন মুকুল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় ওই যুবককে কয়েকজন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহটি মর্গে রাখা হয়েছে। তবে বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

4 comments

  1. পুলিশের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব পরুক

    আমিন,,
    আল্লাহ তুমি দোআ কবুল কর।

  2. পুলিশের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব পরুক

    আমিন,,
    আল্লাহ তুমি দোআ কবুল কর।

  3. আব্দুর রহমান হামিদ

    শেখ হাসিনা সংঘাত ও রক্তপাতের পথ বেছে নিয়েছেন। হাসিনা তার গুন্ডাদের ঢাকা শহরে নিয়ে এসেছেন, নয়া পল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা করেছে। ঢাকা শহরকে বিচ্ছিন্ন করে শেখ হাসিনা জোর করে সব বন্ধ করে দেবেন।

    আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত এই নৃশংসতা বন্ধ করতে। ব্যবস্থা নিতে দেরি করলে হাসিনা ভয়াবহ রক্তপাত ঘটাবে। এশিয়ায় আরেকটি উত্তর কোরিয়ার জন্ম হবে।

    -পিনাকী ভট্টাচার্য।

  4. আব্দুর রহমান হামিদ

    শেখ হাসিনা সংঘাত ও রক্তপাতের পথ বেছে নিয়েছেন। হাসিনা তার গুন্ডাদের ঢাকা শহরে নিয়ে এসেছেন, নয়া পল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা করেছে। ঢাকা শহরকে বিচ্ছিন্ন করে শেখ হাসিনা জোর করে সব বন্ধ করে দেবেন।

    আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত এই নৃশংসতা বন্ধ করতে। ব্যবস্থা নিতে দেরি করলে হাসিনা ভয়াবহ রক্তপাত ঘটাবে। এশিয়ায় আরেকটি উত্তর কোরিয়ার জন্ম হবে।

    -পিনাকী ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *