Breaking News

বিএনপির অবস্থা জাসদের মতো করবো: শ ম রেজাউল

দেশে নৈরাজ্য করলে বিএনপির অবস্থা জাসদের মতো হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে নাজিরপুর উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শ ম রেজাউল করিম বলেন, একসময় মুসলিম লীগ সারাদেশে রাজনৈতিক দল ছিলো আজ তা বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। সারাদেশে জাসদ একসময় নৈরাজ্য করেছিলো। এখন সেই জাসদ নিভু নিভু হয়ে গেছে। নৈরাজ্য করলে বিএনপির অবস্থাও একই হবে।

তিনি বলেন, শেখ হাসিনার সময় একজন মানুষও না খেয়ে নেই। স্কুল-কলেজ ও রাস্তাঘাটে উন্নয়ন হয়েছে। শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ার সুযোগ পাচ্ছে। বিনা টাকায় বই পাচ্ছে। মানুষ এখন শেখ হাসিনাতেই বিশ্বাস করে। কাজেই আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে এগিয়ে আসতে হবে সবাইকে।
এর আগে সকালে মন্ত্রী ৬ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচতলা ফাউন্ডেশনসহ দ্বিতল নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

48 comments

  1. Kire koy igga ?

  2. Kire koy igga ?

  3. স‍্যার যত দ্রুত সংসদে উপস্থাপন করেন জামায়াত বিএনপি এই দুটো শব্দ বাংলাদেশে উচ্চারণ করলেই মৃত্যু দন্ড

  4. স‍্যার যত দ্রুত সংসদে উপস্থাপন করেন জামায়াত বিএনপি এই দুটো শব্দ বাংলাদেশে উচ্চারণ করলেই মৃত্যু দন্ড

  5. তোদের এবার বিরোধী দল মিলে চির তরে বাংলার মাটি থেকে বিতাড়িত করবে

  6. তোদের এবার বিরোধী দল মিলে চির তরে বাংলার মাটি থেকে বিতাড়িত করবে

  7. সময়েই বলে দিবে কার অবস্থা কি হয়

  8. সময়েই বলে দিবে কার অবস্থা কি হয়

  9. আমি বিরোধী দলের সকল নেতা করমি এবং জনগনকে আহবান জানাই 10 ডিসেম্বর যার যা আছে তা নিয়ে সমাবেশে আসবেন এবং এবার আওয়ামী পুলিশ লীগ এবং আওয়ামী গুনডা বাহিনী হামলা করলেই ভয়াবহ পালটা হামলা করা হবে। কেউ ভয় পাবেনা

  10. আমি বিরোধী দলের সকল নেতা করমি এবং জনগনকে আহবান জানাই 10 ডিসেম্বর যার যা আছে তা নিয়ে সমাবেশে আসবেন এবং এবার আওয়ামী পুলিশ লীগ এবং আওয়ামী গুনডা বাহিনী হামলা করলেই ভয়াবহ পালটা হামলা করা হবে। কেউ ভয় পাবেনা

  11. পালবিজে সে জায়গাও পাবিনা

  12. পালবিজে সে জায়গাও পাবিনা

  13. দেখার বিষয়
    সময় বলে দিবে
    কার কি অবস্থা হয়?

  14. দেখার বিষয়
    সময় বলে দিবে
    কার কি অবস্থা হয়?

  15. Ja korbe manus buje

  16. Ja korbe manus buje

  17. বেশি লাফানি ভালো নয়?

  18. বেশি লাফানি ভালো নয়?

  19. যদি উল্টো হয়????

  20. যদি উল্টো হয়????

  21. তিনি আরও খুশি

  22. তিনি আরও খুশি

  23. আপনার অবস্থা কি হবে?

  24. আপনার অবস্থা কি হবে?

  25. ক্ষমতা চলে গেলে আপনাদের অবস্থা কাদের মত হবে বাংলাদেশের জনগণ জানতে চায় আপনার মাধ্যমে???

  26. ক্ষমতা চলে গেলে আপনাদের অবস্থা কাদের মত হবে বাংলাদেশের জনগণ জানতে চায় আপনার মাধ্যমে???

  27. চেরাগ নিবার আগে বেশি জ্বলে

  28. চেরাগ নিবার আগে বেশি জ্বলে

  29. Sala vua Muktijuddha bole ki

  30. Sala vua Muktijuddha bole ki

  31. পাবলিক বিএনপির জন্য দোয়া করে।আর তোমাদের জন্য বদদোয়া করে।তোমরা ধ্বংস হয়ে যাও।

  32. পাবলিক বিএনপির জন্য দোয়া করে।আর তোমাদের জন্য বদদোয়া করে।তোমরা ধ্বংস হয়ে যাও।

  33. তোদের বিচার এক দিন এই বাংলার মাটিতেই হবে।

  34. তোদের বিচার এক দিন এই বাংলার মাটিতেই হবে।

  35. M Sumon Islam Sumon

    সময়ের অপেক্ষা থাকেন

  36. M Sumon Islam Sumon

    সময়ের অপেক্ষা থাকেন

  37. খালি কলস বেশি বাজে ভোট চোর মন্ত্রী

  38. খালি কলস বেশি বাজে ভোট চোর মন্ত্রী

  39. কি হয়েছে তাতে নিরপেক্ষ নির্বাচন দিয়া খমতায় আসেন

  40. কি হয়েছে তাতে নিরপেক্ষ নির্বাচন দিয়া খমতায় আসেন

  41. পালাবার রাস্তা তালাশ করেন৷

  42. পালাবার রাস্তা তালাশ করেন৷

  43. Tumra jashoder moto hoyejabe, mone takejeno khotata.

  44. Tumra jashoder moto hoyejabe, mone takejeno khotata.

  45. Hodi bastid jotamari. Tor. KI. Hobi. Vab. Jaruklik

  46. Hodi bastid jotamari. Tor. KI. Hobi. Vab. Jaruklik

  47. পালানোর পথ খুজে৷ রাখেন

  48. পালানোর পথ খুজে৷ রাখেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *