Breaking News

সমাবেশ হেফাজতও করেছে, রাতে হুইসেলের শব্দে পালিয়েছে: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি নেতারা বলছে, ‌‘তাদের সমাবেশের কারণে নাকি আমাদের ঘুম হচ্ছে না’। আমার এক সেকেন্ডের জন্যও মনে হয় না তারা কিছু করতে পারবে। এমন সমাবেশ হেফাজতও করেছে। শুধু নাশকতা করেছে। শেষে মাঝরাতে গরম পানি আর হুইসেলের শব্দ শুনে পালিয়ে গেছে।
সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কেআইবি মিলনায়তনে সয়েল কেয়ার অ্যাওয়ার্ড ও বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, আমরা সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত জায়গা দিতে চাচ্ছি। দেশের সব বড় বড় সমাবেশ সেখানে হয়েছে। কিন্তু তারা (বিএনপি) পল্টনে রাস্তায় সমাবেশ করে লোক সমাগম দেখাতে চায়। সোহরাওয়ার্দী উদ্যান বিশাল মাঠ, সেখানে সমাবেশ করলে জনসমাগম কম দেখা যেতে পারে, তাদের এ শঙ্কাও আছে।

বিএনপি এ বিভাগীয় সমাবেশ ঘিরে আবারো দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলাচ্ছে, এমন অভিযোগ করে তিনি বলেন, তারা দেশে আবারো একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে আমরা সেটা প্রতিহত করবো। সরকার হিসেবে সেটা আমাদের নৈতিক ও পবিত্র দায়িত্ব। যে কোনো মূল্যে আগামী নির্বাচন পর্যন্ত সাধারণ মানুষকে আমাদের সুরক্ষা দিতে হবে।
সমাবেশ ঘিরে নির্বিচারে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে, বিএনপি নেতাদের এ অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নাশকতা রোধে তৎপর রয়েছে। সেটা কি আপরাধ? তারা কোনো রকম হয়রানির জন্য করছে না। তারা সবোর্চ্চ সতর্ক রয়েছে। কোনো রকম যেন বিপর্যয় না হয় সেজন্য করছে।

তিনি বলেন, মানুষ এমন আরাজকতা চায় না। মানুষ বিএনপিকে চায় না। দেশ আবার মঙ্গা হোক, আবার দুর্নীতি করে টাকা লুট হোক, হাওয়া ভবন থেকে নাশকতার পরিকল্পনা হোক, দেশের জনগণ তা চায় না।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

72 comments

  1. সময় আসবে একদিন

  2. সময় আসবে একদিন

  3. সময় আসবে একদিন

  4. হায়রে দাম্ভিকতা পুলিশ ছাড়া ভাতী জ্বলেনা যার তারা আবার এই কথা বলে

  5. হায়রে দাম্ভিকতা পুলিশ ছাড়া ভাতী জ্বলেনা যার তারা আবার এই কথা বলে

  6. হায়রে দাম্ভিকতা পুলিশ ছাড়া ভাতী জ্বলেনা যার তারা আবার এই কথা বলে

  7. Shiful Islam Khokan

    সেই হুইসেল তো আর বাজবে না কাকু।

  8. Shiful Islam Khokan

    সেই হুইসেল তো আর বাজবে না কাকু।

  9. Shiful Islam Khokan

    সেই হুইসেল তো আর বাজবে না কাকু।

  10. 👠👠👠

  11. মোহাম্মদ মামুনুল হক

    আমি স্বচক্ষে দেখেছি তোরা গুলি করে মেরেছিস,, আল্লাহর রহমতে সেদিন তোদের আক্রমণ থেকে বেচে গেছি,, মনে রাখিস , এর বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ

  12. 👠👠👠

  13. মোহাম্মদ মামুনুল হক

    আমি স্বচক্ষে দেখেছি তোরা গুলি করে মেরেছিস,, আল্লাহর রহমতে সেদিন তোদের আক্রমণ থেকে বেচে গেছি,, মনে রাখিস , এর বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ

  14. 👠👠👠

  15. মোহাম্মদ মামুনুল হক

    আমি স্বচক্ষে দেখেছি তোরা গুলি করে মেরেছিস,, আল্লাহর রহমতে সেদিন তোদের আক্রমণ থেকে বেচে গেছি,, মনে রাখিস , এর বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ

  16. হুইসেল বোধ হয় বন্দুকের নল দিয়ে বের হয়।

  17. হুইসেল বোধ হয় বন্দুকের নল দিয়ে বের হয়।

  18. হুইসেল বোধ হয় বন্দুকের নল দিয়ে বের হয়।

  19. সুর পালঠিয়েছে।

  20. সুর পালঠিয়েছে।

  21. সুর পালঠিয়েছে।

  22. হাফেজ মাকবুল আহমাদ

    তোরা বাঁচতে পারবিনা।ধংস হবি

  23. হাফেজ মাকবুল আহমাদ

    তোরা বাঁচতে পারবিনা।ধংস হবি

  24. হাফেজ মাকবুল আহমাদ

    তোরা বাঁচতে পারবিনা।ধংস হবি

  25. Mohammad Monirul Hassan

    😁😁😁😁tomar ahongker banger police 👮‍♀️

  26. Mohammad Monirul Hassan

    😁😁😁😁tomar ahongker banger police 👮‍♀️

  27. Mohammad Monirul Hassan

    😁😁😁😁tomar ahongker banger police 👮‍♀️

  28. Abar o bazan…

  29. Abar o bazan…

  30. Abar o bazan…

  31. রেজাউল মিনা

    কাক্কু এ হলো বি এন পি।

  32. রেজাউল মিনা

    কাক্কু এ হলো বি এন পি।

  33. রেজাউল মিনা

    কাক্কু এ হলো বি এন পি।

  34. দেখি কেমন হুইসেল বাজাতে পারেন। কাপড় খুলে শ্রীলঙ্কার মতো যেন পালাতে না হয়।

  35. দেখি কেমন হুইসেল বাজাতে পারেন। কাপড় খুলে শ্রীলঙ্কার মতো যেন পালাতে না হয়।

  36. দেখি কেমন হুইসেল বাজাতে পারেন। কাপড় খুলে শ্রীলঙ্কার মতো যেন পালাতে না হয়।

  37. ইয়ে রা এইবারে আর ই করতে পারবেনা মানে গুলি করতে পারবেনা!

  38. ইয়ে রা এইবারে আর ই করতে পারবেনা মানে গুলি করতে পারবেনা!

  39. ইয়ে রা এইবারে আর ই করতে পারবেনা মানে গুলি করতে পারবেনা!

  40. পুলিশ প্রশাসন নিয়া মাস্তানী কর আবার বড় বড় বুলি আওরাও

  41. পুলিশ প্রশাসন নিয়া মাস্তানী কর আবার বড় বড় বুলি আওরাও

  42. পুলিশ প্রশাসন নিয়া মাস্তানী কর আবার বড় বড় বুলি আওরাও

  43. ঐ দিন বাঘে খেয়েছে বি এন পির সাথে দেশের জনগণ রাস্তায় নেমেছে পুলিশের গুলি কে বুক পেতে নিয়েছে।এখন জনগণ পুলিশলীগ সন্তাসীলীগকে এখন আর ভয় পায় না।

  44. ঐ দিন বাঘে খেয়েছে বি এন পির সাথে দেশের জনগণ রাস্তায় নেমেছে পুলিশের গুলি কে বুক পেতে নিয়েছে।এখন জনগণ পুলিশলীগ সন্তাসীলীগকে এখন আর ভয় পায় না।

  45. ঐ দিন বাঘে খেয়েছে বি এন পির সাথে দেশের জনগণ রাস্তায় নেমেছে পুলিশের গুলি কে বুক পেতে নিয়েছে।এখন জনগণ পুলিশলীগ সন্তাসীলীগকে এখন আর ভয় পায় না।

  46. সেই হুইসেল বাজানোর খেসারত এক দিন সুদে আসলে দিতে হবে। জালিমের শাস্তি বড় ভয়াবহ।

  47. সেই হুইসেল বাজানোর খেসারত এক দিন সুদে আসলে দিতে হবে। জালিমের শাস্তি বড় ভয়াবহ।

  48. সেই হুইসেল বাজানোর খেসারত এক দিন সুদে আসলে দিতে হবে। জালিমের শাস্তি বড় ভয়াবহ।

  49. বোন ফুত আপনাকে রিমান্ডে নেওয়া হবে

  50. বোন ফুত আপনাকে রিমান্ডে নেওয়া হবে

  51. বোন ফুত আপনাকে রিমান্ডে নেওয়া হবে

  52. Are buira khatash oi din vule jao

  53. Are buira khatash oi din vule jao

  54. Are buira khatash oi din vule jao

  55. সেই হুইসেলের কি জ্বালা বুঝতেছে বেনজির সাহেব

  56. সেই হুইসেলের কি জ্বালা বুঝতেছে বেনজির সাহেব

  57. সেই হুইসেলের কি জ্বালা বুঝতেছে বেনজির সাহেব

  58. সেই হেফাজতের কাল আর বতমান কাল এক নয়?নিজের পায়ে ভর করে চলা,আর অন্যের পায়ের উপর ভর করে চলা এক নয়?

  59. সেই হেফাজতের কাল আর বতমান কাল এক নয়?নিজের পায়ে ভর করে চলা,আর অন্যের পায়ের উপর ভর করে চলা এক নয়?

  60. সেই হেফাজতের কাল আর বতমান কাল এক নয়?নিজের পায়ে ভর করে চলা,আর অন্যের পায়ের উপর ভর করে চলা এক নয়?

  61. এই কথা গুলা রেকট হয়ে থাকবে।

  62. এই কথা গুলা রেকট হয়ে থাকবে।

  63. এই কথা গুলা রেকট হয়ে থাকবে।

  64. মাথা একদম গেছে!

  65. মাথা একদম গেছে!

  66. মাথা একদম গেছে!

  67. M Sumon Islam Sumon

    সবকিছুই রেকর্ড হচ্ছে কিন্তু

  68. M Sumon Islam Sumon

    সবকিছুই রেকর্ড হচ্ছে কিন্তু

  69. M Sumon Islam Sumon

    সবকিছুই রেকর্ড হচ্ছে কিন্তু

  70. এবার হুইসেল না এবার বাঁশ ভরে দিবে

  71. এবার হুইসেল না এবার বাঁশ ভরে দিবে

  72. এবার হুইসেল না এবার বাঁশ ভরে দিবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *