Breaking News

মিছিল স্লোগানে মুখরিত টাউন হল প্রাঙ্গণ

আগামীকাল শনিবার কুমিল্লা বিভাগীয় সমাবেশ। নগরজুড়ে ব্যানার পোস্টারের ছড়াছড়ি। প্রস্তুত হচ্ছে মঞ্চ। দলীয় নেতাকর্মীদের মনে উৎসবের আমেজ বিরাজ করছে। কুমিল্লার এই বিভাগীয় সমাবেশে যুক্ত হতে চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকালেও ছুটে আসছেন কুমিল্লা অভিমুখে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুমিল্লা টাউন হল মাঠ। কুমিল্লার বাইরে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড়ে প্রধান সড়কে মিছিল করে টাউন হল মাঠে প্রবেশ করছে।

অপরদিকে মাঠে চলছে মঞ্চ নির্মাণের কাজ এবং মাঠে জুমার নামাজ আদায়ের জন্য ব্যবস্থাপনা। গোটা নগর জেগেছে ব্যানার-ফেস্টুন পোস্টার, বিলবোর্ডে। আগামীকালের সমাবেশ ঘিরে বর্ণিল হয়ে উঠেছে কুমিল্লার গোটা নগরী। অসংখ্য নেতা-কর্মী টাউন হল মাটি ট্রিপল বিছিয়ে বৃহস্পতিবার রাত কাটিয়েছে। সকালে টাউন হল মাঠে রাত কাটানো কর্মীদের মাঝে নাস্তা বিতরণ করেছেন কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

এদিকে সমাবেশে আগত নেতাকর্মীদের দেখভালের দায়িত্বে থাকা ১০টি ইউনিট সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন তাদের।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *