সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে কোনো সংঘর্ষ হয়নি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বনানীর বিআরটিএ সদর কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভায় তিনি একথা বলেন।এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘দিরাইতে একজনের মৃত্যুর সঙ্গে আওয়ামী লীগের সম্মেলনের কোনো সম্পর্ক নেই।’
সোমবার সুনামগঞ্জের দিরাইতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহতের খবর প্রচার হয়েছে গণমাধ্যমে।