লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অর্ধলাখ নেতা-কর্মী জড়ো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ নভেম্বরের এ সম্মেলনে জেলার ৫৮টি ইউনিয়ন থেকে ১ হাজার করে নেতা-কর্মী আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সম্মেলন সফল করতে ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এতে জেলা কমিটির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নসহ বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন। বর্ধিত সভা শেষে জেলা স্টেডিয়ামে সম্মেলনস্থল পরিদর্শনে যান নেতারা।
নুর উদ্দিন চৌধুরী নয়ন জানান, সম্মেলনে জেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে অন্তত ৫০ হাজার নেতা-কর্মী উপস্থিত থাকবে। এর জন্য প্রত্যেক ইউনিয়ন কমিটিকে এক হাজার করে নেতা-কর্মী আনতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ১৭ নভেম্বর জেলা স্টেডিয়ামে জেলার ২ হাজার দায়িত্বশীল নেতা নিয়ে প্রস্তুতি সভা করা হবে। সম্মেলন সফল করতে ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হচ্ছে- অভ্যর্থনা, প্রচার-মিডিয়া, মঞ্চ-সাজসজ্জা, স্বেচ্ছাসেবক-শৃঙ্খলা, আপ্যায়ন ও অর্থ।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ২১ নভেম্বর লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে উদ্বোধক হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাক ওবায়দুল কাদের, প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রধান বক্তা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে ২০১৫ সালের ৩ মার্চ জেলা স্টেডিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন পিংকুকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।