রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে যুবলীগের সমাবেশ। তবে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা ও নেতাদের বক্তব্য শুরুর আগেই কিছু লোক সভাস্থল থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রথমে তারা রমনা গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করেন।
কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিলে অনেকে দেয়াল টপকে বাইরে চলে যান। এসময় সংঘর্ষে ১০ থেকে ১৫ জন হালকা আহত হন।
সরেজমিনে দেখা যায়, সমাবেশে যোগ দিতে আসা অনেকেই রমনা উদ্যানের দেয়াল টপকে চলে যাওয়ার চেষ্টা করেন। মূল গেট ছেড়ে তারা অগোচরে বের হওয়ার চেষ্টা করছেন দেখে পুলিশ এবং অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যরা তাদের বাধা দেন। এসময় যারা বের হচ্ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হন।