Breaking News

সমাবেশস্থলে যুবলীগ নেতার মৃত্যু

রাজশাহী থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে আসা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়েন জিন্নাত আলী ওরফে হারু (৫০)। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হিরু যুবলীগের ইউনিয়ন সভাপতি ছিলেন।

জিন্নাত আলীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা যুবলীগ কর্মী শফিকুল ইসলাম বলেন, আজ সকালে আমরা রাজশাহীর মোহনপুর থানা থেকে মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসি। হঠাৎ গরমে সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়েন জিন্নাত আলী। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ বলেন, জিন্নাত আলী অসুস্থ হয়ে পড়লে তাকে সহকর্মীরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *