বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বর্তমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।বৃহস্পতিবার (১০ নভেম্বর) পঞ্চগড় জেলা যুবদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলাল বলেন, পাকিস্তান আমলে গঠিত আওয়ামী লীগের নাম ছিল পাকিস্তান আওয়ামী মুসলীম লীগ। কিছুদিন পর মুসলিম শব্দটি বাদ দিয়ে নাম হলো পাকিস্তান আওয়ামী লীগ। এই দেশে এই আওয়ামী লীগের জন্ম হয়নি। মুক্তিযুদ্ধের সময় শিলিগুঁড়িতে বসে তারা দলের নাম দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ বাদ দিয়ে দলের নাম হলো বাকশাল। এরপর জিয়াউর রহমান ক্ষমতায় এলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশ আওয়ামী লীগ নামে দলের জন্য জিয়াউর রহমানের কাছে আবেদন করেন। জিয়াউর রহমান অনুমোদন দেন। কাজেই নিরপেক্ষভাবে বললে বলা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
তিনি বলেন, বিএনপির শেকড় হচ্ছে এই দেশের মাটিতে। স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস আওয়ামী লীগের আছে, বিএনপির নেই। প্রতিষ্ঠার শুরু থেকেই আওয়ামী লীগ স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী শক্তি হিসেবে কাজ করছে। আওয়ামী লীগ লুকোচুরি খেলা শুরু করেছেন। প্রধানমন্ত্রী গণভবনে বিরোধীদলকে একবার চায়ের দাওয়াত দেন, আবার খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে চান।
এর আগে, পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের হেলিপ্যাড এলাকার আনোয়ার হাসকিং মিল চত্বরে আয়োজিত যুবদলের এই সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
জেলা যুবদলের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগীয় যুবদলের টিম লিডার ও সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার রুহুল আমীন আকিল।