পেশিশক্তি আর বন্দুকের নলের যাহায্যে নয়, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, ‘দেশের জনগণ শেখ হাসিনা সরকারকে ভালোবেশে ভোট দিয়ে বার বার নির্বাচিত করছে।’
বুধবার দুপুরে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে আসমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি চিকিৎসা ও অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান বলেন, বিএনপি রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষ নিয়ে সমাবেশ করবে। তারা সেখানেই সরকার গঠন করবে বলে শোনা যায়। কিন্তু রাস্তা ঘাট বন্ধ করে সমাবেশ করলে, জনগণের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে। তারা হাত গুটিয়ে বসে থাকবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের কথা বিশ্বাস করেন। এ জন্যই দেশের সবখানেই একটি কথা শোনা যায়, শেখ হাসিনার বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। সারা বাংলাদেশ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে, দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় এনে শেখ হাসিনাকে বিজয়ী করবে।’
দেশের আলোকিত মানুষ অন্ধকারে থাকতে চায় না উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি। তাদের ধারণা ছিল বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে থাকবে, সেই ঘুঁড়ে দাঁড়াবে। ইতিহাসে এমন হত্যাকাণ্ড আর একটাও নেই, যেখানে শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছিল। তাকে দেশের জন্য শাহাদাৎ বরণ করতে হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই উন্নত দেশে পরিনত হতো বাংলাদেশ।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এসময় আগামীতে নৌকায় ভোট আহ্বান করে বলেন, ‘সারা বাংলাদেশ আবারও নির্বাচনের জন্যে তৈরি হচ্ছে। আর সারাদেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্যে। এতে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলেই এ দেশের ভাগ্য উন্নতি হবে। তাই নতুন প্রজন্মকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার অপশক্তি উৎখাতের চেষ্টা চালাচ্ছে দাবি করে আসাদুজ্জামান খান বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গুবন্ধুকে হত্যা করে তার পরিবারকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তারা পারেনি। তার দুই কন্যা বেঁচে আছেন। তারা এখন দেশ চালাচ্ছে। আগামীতেও বঙ্গবন্ধুর উত্তরসূরিরা এ দেশ চালাবে। কোনো অপশক্তি, খুনিরা দেশ চালাতে পারবে না। তাদের নির্মূল করে দেওয়া হবে। সাধারণ জনগণকে ওই অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সেটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে।’
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সাংসদ আব্দুস সোবাহান গোলাপ, টাঙ্গাইল-২ আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, কালকিনির চেয়ারম্যান মীর গোলাম ফারুক, রাজৈরের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন আছমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা রোকেয়া বেগম। সঞ্চালক ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার।
রাইসু ফাউন্ডেশন ও আছমত আলী খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দীর্ঘ ১৩ বছর ধরে ঠোঁটকাটা ও তালু কাটা রোগীদের ফ্রি অপারেশন করা হয়। মন্ত্রী এরপরে মাদারীপুরে আরো চারটি অনুষ্ঠানে যোগ দেন।