Breaking News

সমাবেশের মাঠে জুমার নামাজ পড়লেন বিএনপির নেতাকর্মীরা

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) মাঠেই পৃথক দুটি প্যান্ডেলে জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার দুপুরে জুমার নামাজে একসঙ্গে হাজারও নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়। নেতাকর্মীদের নিজেদের মধ্য থেকে একজন নামাজ পরিচালনা করেন।

নামাজে অংশ নেওয়া ভোলার দৌলাতখান সৈয়দপুর ইউনিয়নের বিএনপি নেতা মো. স্বপন সিকদার বলেন, আমি ভোলার দৌলাতখান থেকে আসছি। নেতাকর্মীদের নিয়ে মাঠে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছি। তাছাড়া ভোলা থেকে আসতে ভেদুরিয়া ঘাটে আমাদের অনেক নির্যাতন করেছে আওয়ামী লীগের নেতারা। আমরা স্পিডবোটে ওঠার পরে আমাদের দিকে লাঠি ছুড়ে মারছে। ঘাট দিয়ে নৌকা, ট্রলার ও লঞ্চ কিছুই ছাড়তে দেয় নাই। খুব কষ্ট করে এ পর্যন্ত এসেছি।

গৌরনদী মাহিলারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজল বলেন, একসঙ্গে অনেক মানুষ নামাজ আদায় করতে দেখে ভালো লেগেছে। সবাই নেতাকর্মীদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামাজ আদায় করেছেন।

বরগুনা জেলা যুবদলের সাহিত্য প্রকাশনী সম্পাদক রনি আহমেদ নাসির বলেন, একসঙ্গে এত নেতাকর্মী অনেক দিন পর এভাবে মাঠে নামাজ আদায় করেছি। প্রখর রোদে গরমে অনেক কষ্ট হলেও ভালো লাগছে। গণপরিবহণ বন্ধ থাকায় সমাবেশস্থলে আসতে অনেক বাধা-বিপত্তি পোহাতে হয়েছে। তবে সমাবেশে যে পরিমাণ লোকজন অংশ নিয়েছেন তা দেখে সব কষ্ট মলিন হয়ে গেছে।

এছাড়া সমাবেশস্থলে যোগ দেওয়া নেতাকর্মীরা প্রখর রোদ উপেক্ষা করতে মাঠের চারপাশে গাছতলা, তাঁবুর নিচে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে যার যা সামর্থ্য অনুযায়ী খাবার কিনে খাচ্ছেন।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *