Breaking News

অলি আহমদের প্রশ্ন, বিএনপি ৫ লাখ লোক নিয়ে সমাবেশ করলে আওয়ামী লীগের কী হবে?

বিএনপি যদি ঢাকায় পাঁচ লাখ লোক নিয়ে সমাবেশ করে তাহলে আওয়ামী লীগের কী হবে বলে প্রশ্ন রেখেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

তিনি বলেন, বিএনপি যদি এলডিপি, জামায়াত ও অন্যান্য দলকে নিয়ে ঢাকায় পাঁচ লাখ লোকের সমাবেশ করে তাহলে আওয়ামী লীগের অবস্থা কী হবে বুঝতে পারছেন।

বুধবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন অলি আহমদ।

জাতীয় সরকার গঠনের দাবি জানিয়ে এলডিপির সভাপতি বলেন, মানুষ রাস্তায় নেমে এসেছে। অস্বস্তি পরিস্থিতির জন্য অপেক্ষা করবেন না। মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করেন। ইজ্জত থাকতে স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করে একটা জাতীয় সরকার গঠন করে দেন।

তিনি আরও বলেন, যে বিএনপির মিছিলে আগে ২০ হাজার লোক হতো, এখন কয়েক লাখ লোক হচ্ছে। রংপুর ছিল এরশাদের নেতৃত্বাধীন এলাকা, যেখানে জাতীয় পার্টি ছাড়া আরও কারো প্রবেশাধিকার ছিল না। সেখানে পায়ে হেটে না খেয়ে তিনদিন আগে থেকে সমাবেশে উপস্থিত হয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা। সুতরাং এটা দ্বারা কী বোঝেন?

আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণের পকেটে টাকা নেই। জিনিসপত্রের দাম বেড়েছে, অথচ সরকার বলছে কিছুটা বেড়েছে।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *