দীর্ঘ প্রায় ২৫ বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের মধ্যে দিয়ে নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে ঐক্যের বার্তা দিয়েছেন। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
রবিবার ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হন। সকাল থেকেই নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন সম্মেলন স্থলে। জেলা আওয়ামী লীগের পদপ্রত্যাশী নেতারা কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে রাস্তা-ঘাট, হাট-বাজারসহ পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে রাজপথ ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মিছিল আর স্লোগানে মুখরিত ছিল রাজপথ।
প্রায় দুই যুগ পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে নেতাকর্মীরা বলেন, ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা চাই নেতায় নেতায় কোনো বিভেদ আর না থাকুক। ঐক্যের পক্ষে আমরা। তৃণমূলকেও আমরা বিশেষ গুরুত্ব দিতে চাচ্ছি।
সম্মেলন উপলক্ষে নৌকার আদলে তৈরি মঞ্চে পাশাপাশি বসেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, ষড়যন্ত্র করে লাভ নেই। ডিসেম্বর মাসেই আসল খেলা হবে। বিএনপি মাঠের রাজনীতিতে সবসময় খেলতে ভয় পায়। মাঠে আসেন খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগ জনগণের দল, রাজপথের দল, রাজপথে থেকেই খেলা হবে।
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে মোকাবিলা করা হবে। আসল মোকাবিলা হবে ডিসেম্বরে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, আকাশে শকুন উড়ছে, মানচিত্রে থাবা দেবে। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। কেন্দ্রীয় নেতাদের একটা কথা বলতে চাই আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি নারায়ণগঞ্জের সাধারণ মানুষ হিসেবে বলবো নারায়ণগঞ্জের যত উন্নয়ন তার সবই দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন চায়। চন্দন শীল চেয়ারম্যান হওয়ায় সবাই খুশি হয়েছেন। কারণ তিনি তৃণমূলের কর্মী। গত কমিটিতে এমন লোকও ছিল যাদের আমি নিজেও চিনি না। তাই শেখ হাসিনাকে শক্তিশালী করতে তৃণমূলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে। নেতাকর্মীদের নিয়ে কখন নামতে হবে আমাদের নির্দেশ দেবেন। নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় আছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, গুম-খুন বন্ধ করে নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচণ্ড ষড়যন্ত্র হচ্ছে। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে। ঐক্যের আওয়ামী লীগ গড়তে চাই। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সূতিকাগার। নারায়ণগঞ্জ থেকে মিছিল না গেলে ঢাকায় সমাবেশ হতো না।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাতিল ঘোষণা করা হয়েছে। ২৫ অক্টোবর এ সম্মেলনের তারিখ নির্ধারিত ছিল। গতকাল জেলা আওয়ামী লীগের সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাতিল ঘোষণা দেন ঢাকার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সম্মেলন বাতিল করা ঘোষণা করা হয়েছে। সম্মেলনের দিন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এ কারণে সম্মেলন বাতিল হলো। এর আগে ২৫ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল দলের পক্ষ থেকে।
সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক হিসেবে আবু হাসনাত শহিদ বাদলকে পুনরায় নির্বাচিত করা হয়। তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।