Breaking News

বিএনপি লাঠিতে কেন পতাকা টানায়, এটা কিসের আলামত: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লাঠিতে কেন পতাকা টানায়, এটা কিসের আলামত? ‘১০ ডিসেম্বর থেকে বিএনপি দেশ চালাবে’ এ বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, এটা রঙিন খোয়াব। বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। ডিসেম্বর বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমরাই উজ্জীবিত থাকবো।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ‘দ্যা মাইন্ড বিহাইন্ড দ্যা মিরাকেল: শেখ হাসিনা লিডস ডেভেলপমেন্ট’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পরিবহন মালিকরা বিএনপির সমাবেশের কথা শুনলেই এখন ভয় পায়। তারা জানমালের ক্ষতির ভয় পাচ্ছে। সে কারণে পরিবহন বন্ধ করেছে। আমরা তো আর বিআরটিসির বাস বন্ধ করছি না। পরিবহন মালিকরা সরকারের বিরুদ্ধেও ধর্মঘট করে থাকে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এর অন্যতম উদাহরণ হলো- নিউইয়র্ক টাইমস লিখেছে, বাংলাদেশের দিকে তাকাও। আর এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *