Breaking News

বিএনপিকে নফল নামাজ পড়তে বললেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জের বিএনপির ভাইদের একটা কথা বলতে চাই। ২০০১ সাল থেকে করা সব অত্যাচার ভুলে যেতে চাই। আপনাদের নফল নামাজ পড়া উচিত। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী, নয়তো আপনাদের কী অবস্থা হতো আপনারা জানেন না।

নারায়ণগঞ্জের বাচ্চা ছেলেরা যে ভাষায় বক্তব্য দিচ্ছে এটা ভাল হচ্ছে না। আমাদেরও তরুণ কর্মী আছে। তাদেরও রক্ত গরম, কতক্ষণ আটকে রাখব। ‘
শুক্রবার (২১অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, ‘তারা প্রকৃত রাজনীতিবিদ না। সেটা হলে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারত না। যারা মানুষ মেরে রাজনীতি করতে চায় তাদের জনগণ বিচার করবে। ‘

তিনি আরো বলেন, ‘নেত্রী জিজ্ঞেস করেছিল নারায়ণগঞ্জে এত লোক আসে কেন। আমি বলেছিলাম আপনাকে মানুষ ভালবাসে। আমরা আপনার কর্মী তাই এত লোক আসে। আল্লাহ যেন দেশের মানুষকে বাঁচাতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনে। ‘

এখন মাসে মাসে থানায় থানায় মীর জাফর জন্ম নেয়। হাইব্রিডদের ধাক্কায় ত্যাগীরা কোনঠাসা। আমি এবার চাই সবাইকে তো করা সম্ভব না। তবুও যে কয়জনকে দেওয়া যায়। যখন কেউ দেখে ত্যাগীরা মূল্যায়িত হয় তখন অন্য ত্যাগীরা খুশি হয় বলেও সভায় এসব কথা বলেন তিনি।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *