Breaking News

লাঠির জবাব লাঠি দিয়ে দেওয়া হবে: নিতাই রায় চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী বলেছেন, ‘চলমান এ আন্দোলন জনগণের আন্দোলন। এই আন্দোলন এখন বিএনপির নয়। দেশের সব নিষ্পেষিত মানুষ এই আন্দোলনে শামিল হয়েছে। মানুষ জেগে উঠেছে। সরকারের পালানোর পথ বন্ধ হয়ে যাচ্ছে।’

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘তারা লাঠি মারবে আর আমরা রজনীগন্ধা ছুড়ে মারবো এটা হতে পারে না। এখন থেকে লাঠির জবাব লাঠির মাধ্যমে দেওয়া হবে।’

নিতাই রায় চৌধুরী আজ রোববার ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘হত্যা, রক্ত ঝরানো ও গণগ্রেপ্তার সব ফ্যাসিবাদী শাসনের বৈশিষ্ঠ। ফ্যাসিস্ট এ সরকারের পতন চাই। এই নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ। এই কমিশনের অধীনে কোন নির্বাচনে বিএনপি যাবে না। পার্লামেন্ট ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ লড়াই চরম লড়াই, এর মাধ্যমে সরকারের পতন হবেই। রাজপথই আমাদের ফয়সালার জায়গা।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের জেলা সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুজ্জামান পপ্পুসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দেন।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *