সিলেটে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ দুটি পদ দখলে নিয়েছেন আপন দুই ভাই। দুটি দল দুই ভাইকে দলের শীর্ষ পদের দায়িত্ব দেওয়ায় এ নিয়ে বেশ আলোচনাও হচ্ছে। যাদের নিয়ে এই আলোচনা তারা হলেন- সিলেট নগরীর লামাপাড়া এলাকার বাসিন্দা মৃত কুনু মিয়ার ছেলে মো. মঈনুল ইসলাম মঈন ও তার আপন ভাই খায়রুল ইসলাম খায়ের।
nagad-300-250
এর মধ্যে ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মো. মঈনুল ইসলাম মঈন সদ্য মনোনীত হয়েছেন। অপরদিকে তার আপন ভাই খায়ের নির্বাচিত হয়েছেন একই ওয়ার্ডের বিএনপির সভাপতি হিসেবে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ লেখালেখিও হচ্ছে। অধিকাংশই দুই ভাইয়ের দায়িত্ব প্রাপ্তি নিয়ে ফেসবুকে ইতিবাচক মন্তব্য লিখলেও কেউ কেউ আবার সমালোচনাও করছেন।
তারা বলছেন, একই ঘরে দুই দলের শীর্ষ পদে চলে যাওয়া কী প্রমাণ করে? ওই ওয়ার্ডে দুই ভাই ছাড়া কি দুই দলেরই আর কোনো যোগ্য ব্যক্তি নেই? তবে এসব সমালোচনা অনেকটা ফেসবুকেই সীমাবদ্ধ।
উল্লেখ্য, গত ৪ জুন ২১নং ওয়ার্ডে আওয়ামী লীগ এবং গত বৃহস্পতিবার বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।