Breaking News

আমাদের দলে কাউয়া দরকার নাই: মেয়র তাপস

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস বলেছেন, ‘আমরা আর কোনো বেইমান মুনাফিক চাই না। যারা নেত্রীর সঙ্গে বেইমানি করেছে তাদের আর দলের সঙ্গে রাখা হবে না। আমাদের দলে কাউয়া দরকার নাই।’

তিনি আরও বলেন, ‘আমার দলে একজন ত্যাগী নেতা থাকলে তাকে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। দুষ্ট গরুদের গোয়াল থেকে বিতাড়িত করে ত্যাগী পরীক্ষিত নেতাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ।’ গতকাল মঙ্গলবার ১১ অক্টোবর বিকেলে বংশাল থানা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় পার্টির নেতাদের সাম্প্রতিক দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা একটা ছাগলে তিন নম্বর বাচ্চা পাইছি। তারা কে জানেন? তারা হইলো জাতীয় পার্টি। আজকাল ওনারা ফাল দিয়ে ওঠে। ওনারা বলছে ৩০০ আসনে প্রার্থী দিবে এবং তারা সরকার গঠন করবে। এতদিন খাওয়াইলাম দুধ, কলা। আমার দাদি বলতেন, আমার পেটের ছাও আমারে কয় মেও। এখন জাতীয় পার্টির এ অবস্থা হয়েছে।’

মেয়র তাপস আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কারও করুণায় ক্ষমতায় আসেনি। যতবার ক্ষমতায় এসেছে ততবারই বাংলার মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতায় এসেছে। তাই আমরা কোনো কিছুতে ভয় পাই না।’

এ সময় শেখ তাপস বলেন, ‘ওয়ান ইলেভেনে যারা বেইমানি করেছে তাদের সবার মুখোশ উন্মোচন হয়েছে। তাদের হাতে আর নেতৃত্ব তুলে দেওয়া হবে না। আমরা এ সম্মেলনের মাধ্যমে ছাঁকনি দিয়া ছাঁইচা নিতে চাই। এলাকার কৃতি সন্তানদের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।’

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *