Breaking News

অবৈধভাবে ক্ষমতা দখল করা শাস্তিযোগ্য অপরাধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যদি হত্যা, ক্যু বা ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানকালে ভয়েস অব আমেরিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বৈরশাসকরা ক্ষমতা দখল করে নেয়।

বংগবন্ধু হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তারাই জিয়াউর রহমানকে সেনাপ্রধান বানায়। পরে জিয়া নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করেন। এরপর এরশাদও সামরিক শাসক হিসেবে ক্ষমতায় আসে।
এখন আর সেই সুযোগ নেই। গণতন্ত্র রক্ষায় কঠোর আইন করা হয়েছে। গণতন্ত্র ব্যাতীত ক্ষমতায় আসার অন্যকোনো উপায় নেই এখন।

গতকাল ভয়েস অব আমেরিকার ওয়েবসাইট ও ফেসবুক পেজে সাক্ষাৎকারটি প্রচার করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎকারে শেখ হাসিনা আওয়ামী লীগের শাসনামলের নানা অর্জনও তুলে ধরেন ।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *