Breaking News

বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইটে আমার ছেলে মারা গেছে এ কথা বলতে বলছে

মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে নিহত শহীদুল ইসলাম শাওনের বাবা সোহরাব আলী ভূইয়া বলেছেন, ‘আমার ছেলেকে পুলিশ গুলি করে মেরেছে। আবার ছেলের নামে মামলা দিয়েছে। আমাকে ভয় দেখাচ্ছে। হুমকি ধামকি দিচ্ছে। কোন দেশে বাস করি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। জনগণের কাছে বিচার চাই।’

শনিবার (২৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শাওন হত্যার প্রতিবাদে যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শাওনের বাবা বলেন, ‘গুলি করে ছেলেকে হত্যার পর এখন আমাকে আবার ভয় দেখাচ্ছে। বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা করতে বলছে। বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইটে আঘাত পেয়ে আমার ছেলে মারা গেছে এ কথা বলতে বলছে। আমি নিরাপত্তাহীনতায় আছি। আমি আমার নিরপত্তা চাই। আমাদের নিরাপত্তা কে দেবে? সাংবাদিক ভাইদের কাছে বলছি, আমি আমার নিরাপত্তা চাই।’

গুলিবিদ্ধ শাওনের চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমার ছেলেকে গুলি করে পুলিশ রক্তাক্ত করেছে। গুলিবিদ্ধ শাওনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে বাধা দিয়েছে। নানাভাবে হয়রানি করেছে। মুন্সীগঞ্জে চিকিৎসা করাতে পারিনি। তাই বাধ্য হয়ে ঢাকায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কষ্ট পেয়ে মারা গেছে শাওন। লাশ দিতে চায়নি।’

শাওনের বাবা বলেন, ‘আমি গরীব মানুষ। না আছে টাকা, না আছে পয়সা। স্ত্রী-সন্তান রেখে গেছে তারা কীভাবে চলবে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার সঙ্গে কথা বলেছেন, খোঁজ খবর নিয়েছেন। পুরো পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমাদের দেখবেন বলে জানিয়েছেন।’

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *