একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, যতদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরে থাকবেন, ততদিন কোন অপশক্তি দেশের ক্ষতি করতে পারবে না। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ ও বাংলার মানুষ নিরাপদ।
শনিবার(৪ জুন) নাটোর শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে শহীদ জননী জাহানার ইমামের ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়েজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, ইসলামের হুকুমাত তো পাকিস্তানে ছিল, ইসলামের নামেই তারা ২৪ বছর শাসন করেছে, শোষণ করেছে, দেশকে বিভক্ত করেছে, গণহত্যা চালিয়েছে। যাদের পাকিস্তান ভালো লাগে, তারা সেখানে চলে যান। এখানে কোন ষড়যন্ত্র করতে দেয়া হবে না।
শাহরিয়ার কবির বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুখে জয়বাংলা ধারণ করে এদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই দেশে আর কোন অপকর্ম করতে দেয়া হবে না। বাংলাদেশকে যারা পাকিস্তান বানাতে চায়, তারাই ধর্মের নামে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার চালিয়ে নানা অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সংগঠনের নাটোর জেলা সভাপতি পৌর মেয়র উমা চৌধুরি জলি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ প্রমুখ।