Breaking News

‘আমি তো জাপানের সাপোর্টার’, আর্জেন্টিনার জার্সি দেখে মন্ত্রী

৩৬ বছরের অপেক্ষার পালা শেষ হলো আর্জেন্টিনার। বিশ্বকাপ জয় করে তবেই দেশে ফিরেছেন মেসিরা। বিশ্বজয়ের এই আনন্দে ভাসছে বাংলাদেশও। এরই ধারাবাকিহতায় পরিকল্পনা মন্ত্রণালয়ে ঘটে গেলো একটি ঘটনা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলানগরে মন্ত্রণালয়ে যান এক ব্যক্তি। তিনি নিজেকে বাংলাদেশের ‘আর্জেন্টিনা ফ্যান ফলোয়ার ও সাপোর্টার ক্লাবে’র সভাপতি বলে দাবি করেন। একই সঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জন্য আর্জেন্টিনার একটি জার্সি নিয়ে যান। এসময় মন্ত্রী বলেন, আমি তো জাপানের সাপোর্টার। তবে শেষপর্যন্ত মন্ত্রী জার্সিটি নেননি।

পরিকল্পনামন্ত্রী বলেন, কাজের চাপে খেলা দেখার সময় পাই না। তারপরও যতটুকু পাই জাপানের খেলা দেখার চেষ্টা করি।

জাপানকে পছন্দ করার কারণ সম্পর্কে তিনি বলেন, আমি জাপানের ফুটবল অনেক পছন্দ করি। জাপানকে নানা কারণে পছন্দ করি। কারণ জাপান আমাদের অন্যতম বন্ধুদেশ। জাপান আমাদের নানা প্রকল্পে অর্থায়ন করে। বাংলাদেশের উন্নয়নে বলতে গেলে সব থেকে বড় অবদান জাপানের।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *