বাংলাদেশে বিরোধী দলের ওপর হামলা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, বিক্ষোভ কর্মসূচিতে প্রাণহানির ঘটনায় উদ্বেগ ও সরকারকে সতর্ক করেছে জাতিসংঘ।
সভা-সমাবেশের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ক্লেমেন্ট ভউল বৃহস্পতিবার রাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি টুইট করেন।
টুইট তিনি বলেন, বাংলাদেশের ঘটনাগুলোর ওপর বিশেষ নজর রাখছে জাতিসংঘ। বিশেষ করে ২০২২ সালের জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা এবং মৃত্যু ঘটানোর মতো প্রাণঘাতী শক্তি প্রয়োগের উদ্বেগজনক খবর আসার পর থেকে তিনি বাংলাদেশের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন।তিনি আরও বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশের নিশ্চয়তা এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বাংলাদেশ সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে।
অপর এক টুইটে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রাণঘাতী শক্তি প্রয়োগের খবর পেয়ে আমি ২০২১ সালে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছিলাম।
বাংলাদেশে বিরোধী দলের ওপর হামলা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, বিক্ষোভ কর্মসূচিতে প্রাণহানির ঘটনায় উদ্বেগ ও সরকারকে সতর্ক করেছে জাতিসংঘ।সভা-সমাবেশের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ক্লেমেন্ট ভউল বৃহস্পতিবার রাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি টুইট করেন।
টুইট তিনি বলেন, বাংলাদেশের ঘটনাগুলোর ওপর বিশেষ নজর রাখছে জাতিসংঘ। বিশেষ করে ২০২২ সালের জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা এবং মৃত্যু ঘটানোর মতো প্রাণঘাতী শক্তি প্রয়োগের উদ্বেগজনক খবর আসার পর থেকে তিনি বাংলাদেশের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন।তিনি আরও বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশের নিশ্চয়তা এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বাংলাদেশ সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে।
অপর এক টুইটে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রাণঘাতী শক্তি প্রয়োগের খবর পেয়ে আমি ২০২১ সালে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছিলাম।
তোমরা যেদেশে নজর দাও সেদেশ ডংসহয়েজায়।
তা তে সেখ হাছিনার কি হবে।।।
শুধু নজর রাখলে হবে?কিছু করতে তো হবে নাকি
অবৈধ সরকার এর পেটুয়া দখলকারী ও সহয়তাকারি মধ্যে রাতে বাক্স ভর্তি কারি পুলিশ লীগ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার জন আহবান করছি।
নজর রেখে লাভ নাই। উনি যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখবে।
কি নজর রাখছেন।
ভয় হচ্ছে না জানি শান্তি রক্ষা মিশনে পুলিশের নিষেধাজ্ঞা আসে !!
নজর 😂😂😂😂
সেইটা কি জাতিসংঘ বোঝে 😂😁
অবৈধ সরকার এর পেটুয়া দখলকারী ও সহয়তাকারি মধ্যে রাতে বাক্স ভর্তি কারি পুলিশ লীগ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার জন আহবান করছি।
আকুতি মিনুতি করে বলছি সাদারন জনকনকে বাচান বাই
বাংলাদেশে স্বৈরশাসক চলছে এভাবে আন্তর্জাতিক দাতা সংস্থারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জুর দাবি জানাচ্ছি
গনতন্ত্র ধংসের পথে বাগশালী সৌরাচারের অধীনে
এতে লাভ কি হচ্ছে?
নজর রাখলে হবে না এ্যাকশনে যান।
আপনারা তো অনেক দিন ধরে নজর রাখছেন লাভ কি হচ্ছে
Rasiha urkrean dek tora Bangladesh DEKA lagvena.
স্যার,,আপনারা তো আজ ১০ টি বছর ধরে নজর রাখছেন।
ইনশাআল্লাহ আপনাদের নজর টাই আল্লাহ সহায়ক হউক
মানুষ অত্যাচারে শেষ হয়ে যাচ্ছে আর তেমরা নজর রেখেই যাচ্ছ
Mm
জাতিসংঘ কী ছিড়বে জানা আছে।
জাতিসংঘের সুবিধাবাদী
2001-2006 এই বছর গুলোও আপনারা নজর রাখছিলেন। ফলাফল আজও পাইলাম না।
রাশিয়ার দিকে নজর রাখেন, এ-ই স্বাধীন বাংলাদেশের মানুষ গুলো কে আর বিপদে ফেলার প্রয়োজন নেই।
রোহিংগা দের নিয়ে জান আমরা একটু আরামে থাকি,এই দিক নজরদেন