Breaking News

১২৫০ কোটি টাকা ধার নিলো আরো দুই ব্যাংক

বাংলাদেশ ব্যাংক থেকে আরো ১২৫০ কোটি টাকা ধার করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক (এনআরবি গ্লোবাল)। ব্যাংক দু’টিকে তারল্য সহায়তা হিসেবে বুধবার (৭ ডিসেম্বর) এ টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সুকুক বন্ড জমা রেখে এই অর্থ সহায়তা নিয়েছে ব্যাংক দু’টি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ব্যাংকগুলোর হিসাবে জমা হবে এ অর্থ।

ঋণ অনিয়মের বিষয়টি আলোচনায় আসার পর হঠাৎ তারল্য-সংকটে পড়েছে দেশের ইসলামি ধারার ব্যাংকগুলো। অনেক গ্রাহক এসব ব্যাংকে রাখা আমানত অন্য ব্যাংকে সরিয়ে নিচ্ছেন। সে জন্য বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংককে টাকা ধার দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এ জন্য চালু করেছে তারল্য সুবিধা। মূলত দৈনন্দিন চাহিদা মেটাতে ইসলামি ব্যাংকগুলোকে এ সহায়তা দেওয়া হবে।
সোমবার (৫ ডিসেম্বর) নতুন সুবিধা চালুর ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার (৬ ডিসেম্বর) ইসলামি ধারার পাঁচটি ব্যাংককে চার হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক পাঁচটি হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংক পাঁচটিরই মালিকানায় রয়েছে একই গ্রুপ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক দেশের একটি গণমাধ্যমকে বলেন, সুকুকের বিপরীতে প্রয়োজনমতো টাকা নিতে পারবে ইসলামি ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক সোমবার নতুন যে তারল্য-সুবিধা চালু করেছে, তার আওতায় ইসলামি ব্যাংকগুলো সুকুক (শরিয়াহভিত্তিক বিনিয়োগ বন্ড) জমা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিতে শুরু করেছে। ইসলামি ধারার ব্যাংকগুলো এখন ইসলামিক বিনিয়োগ বন্ড ও সুকুক বন্ডে বিনিয়োগ করতে পারে।

ইসলামি ধারার ব্যাংকগুলোর কর্মকর্তারা জানান, বর্তমানে ইসলামি ব্যাংকগুলোর হাতে বিধিবদ্ধ জমার বাইরে খুব বেশি বন্ড হাতে নেই। এ জন্য খুব বেশি টাকা ধারও করতে পারবে না তারা। তাই ভবিষ্যতে পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে চিন্তিত এসব ব্যাংকের কর্মকর্তারা।
ইসলামী ব্যাংক চেষ্টা করছে সাম্প্রতিক সময়ে যেসব ঋণ দেওয়া হয়েছে, তা আদায় করার। তবে এসব অর্থ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হওয়ায় তা শিগগিরই ফেরত আসছে না। আবার অন্য ইসলামি ব্যাংকগুলোও তারল্য-সংকটে পড়ায় এসব ব্যাংক থেকেও অর্থ পাচ্ছে না।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

18 comments

  1. Joy bangla

  2. Joy bangla

  3. এই সামান্য টাকা মাত্র একজন কে দেওয়ার জন্যই যথেষ্ট নয়🤪🤪🤪

  4. এই সামান্য টাকা মাত্র একজন কে দেওয়ার জন্যই যথেষ্ট নয়🤪🤪🤪

  5. ধারে নিয়ে কি ব্যংক চলে , কোথায় গিয়ে ঠেকেছে ,,,

  6. ধারে নিয়ে কি ব্যংক চলে , কোথায় গিয়ে ঠেকেছে ,,,

  7. Israt Jahan Murshida

    মিছা কথা।নেত্রী বলছে, ট্যাকার কোনো সংকট নাই।

  8. Israt Jahan Murshida

    মিছা কথা।নেত্রী বলছে, ট্যাকার কোনো সংকট নাই।

  9. বাংলার আবহমান সংস্কৃতি আমি লবণ তেল মরিচ পিয়াজ ধার নিতে দেখেছি এমন কি আমার হাত দিয়েও দিয়েছি তখন ছোট প্রতিবেশী দাদী মাকে বলে বৌমা এক বাটি লবণ ধার দাও তোমার শ্বশুর কালকে বাজার থেকে লবণ নিয়ে আসে নাই। তখন মা আমাকে ডেকে বলে তোমার দাদী এক বাটি লবণ দাও। আমি লবণ দেই দাদীকে বলি এই ভাবেই এনে দিবা দাদী বলে দিবোরে কম দিবো না
    আজ ধার কথা চোখে পড়লে সেই দিনের কথা মনে পড়ে যায়। ধন্যবাদ তাদেরকে যারা এখন ধার প্রথা চালু রেখেছে আবার ধনবাদ সরকার কে এই প্রথা চালু রাখুক

  10. বাংলার আবহমান সংস্কৃতি আমি লবণ তেল মরিচ পিয়াজ ধার নিতে দেখেছি এমন কি আমার হাত দিয়েও দিয়েছি তখন ছোট প্রতিবেশী দাদী মাকে বলে বৌমা এক বাটি লবণ ধার দাও তোমার শ্বশুর কালকে বাজার থেকে লবণ নিয়ে আসে নাই। তখন মা আমাকে ডেকে বলে তোমার দাদী এক বাটি লবণ দাও। আমি লবণ দেই দাদীকে বলি এই ভাবেই এনে দিবা দাদী বলে দিবোরে কম দিবো না
    আজ ধার কথা চোখে পড়লে সেই দিনের কথা মনে পড়ে যায়। ধন্যবাদ তাদেরকে যারা এখন ধার প্রথা চালু রেখেছে আবার ধনবাদ সরকার কে এই প্রথা চালু রাখুক

  11. পানি ঘোলা হচ্ছে এর মাঝে কতজন কত শিকার নিয়ে পলায়ন করিবে কে জানে

  12. পানি ঘোলা হচ্ছে এর মাঝে কতজন কত শিকার নিয়ে পলায়ন করিবে কে জানে

  13. Muzammel Haque Raihan

    টাকা বানানোর মেশিন আছে বাংলাদেশ ব্যাংকের কাছে, টাকা দিয়ে চাপা দিয়ে মারবে এবার।

  14. Muzammel Haque Raihan

    টাকা বানানোর মেশিন আছে বাংলাদেশ ব্যাংকের কাছে, টাকা দিয়ে চাপা দিয়ে মারবে এবার।

  15. একটা ব্যাগ পড়ে তো আমার সামনে আসতে পারে কত দিন রাস্তা দেখে হাটি যদি বস্তা ভর্তি টাকা পাই

  16. একটা ব্যাগ পড়ে তো আমার সামনে আসতে পারে কত দিন রাস্তা দেখে হাটি যদি বস্তা ভর্তি টাকা পাই

  17. এই টাকাও কদিন পর জয় বাংলার লোকেরা জয় বাংলা করে দিবে

  18. এই টাকাও কদিন পর জয় বাংলার লোকেরা জয় বাংলা করে দিবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *