Breaking News

আ.লীগের প্রার্থীকে ৫ হাজার ভোটে হারালেন জামায়াতের গোলাম আজম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শিবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম আজম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবু আহমেদ নজমুল কবির মুক্তাকে ৫১৪০ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। আনারস প্রতীকে গোলাম আজম পেয়েছেন ১৭৭৩৪ ভোট। আর আবু আহমেদ নজমুল কবির মুক্তা পেয়েছেন ১২৫৯৪ ভোট।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৮০৭ ভোট।

তাসিনুর রহমান জানান, নির্বাচনে ৮০ দশমিক ৫৪ শতাংশ ভোট পড়েছে। এছাড়া বাতিল হয়েছে ৭০টি ভোট। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, সীমানা জটিলতায় রিট আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশনায় দুই দফায় স্থগিত হওয়ার পর বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনজন চেয়ারম্যানসহ ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *