Breaking News

কেউ যদি মনে করে খাদ্যদ্রব্যের দাম বাড়বে না আরও কমবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করে

দেশে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে দ্রব্যমূল্যর দাম বাড়ছে। কেউ যদি মনে করে খাদ্যদ্রব্যের দাম বাড়বে না আরও কমবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করে।এ মুহূর্তে লোডশেডিং ছাড়া উপায় নেই জানিয়ে তিনি বলেন, ডিজেলের দাম বেড়েছে, তাই সরকার বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। এলএমজি আমদানি করতে পারছি না। আশা করছি, ডিসেম্বরের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম জনগণের ভোট। আওয়ামী লীগ ষড়যন্ত্র বা পেশিশক্তির মাধ্যমে কোনোদিন ক্ষমতায় আসেনি। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের জনগণ মনে করেন বাংলাদেশের বিকল্প শুধু শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই। যতদিন তিনি ক্ষমতায় থাকবেন ততদিন দেশ এগিয়ে যাবে।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *