বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি নতুন দল নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছে। বুধবার বিকালে এই দলটির নেতারা নির্বাচন কমিশনে গিয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেন।
বিডিপি নামে দলটির সঙ্গে জামায়াতে ইসলামীর একদল নেতার সংশ্লিষ্টতার আলোচনা রয়েছে। বলা হচ্ছে, রাজনৈতিক দলের নিবন্ধন হারানো জামায়াত ইসলামী নতুন দল বিডিপি গড়ে তুলেছে।
নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার পর এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বিডিপির সভাপতি আনোয়ারুল ইসলাম। তবে তিনি কোনো জবাব দেননি। বলেছেন, পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশে রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নিতে হলে নিবন্ধন থাকতে হয়। তাদের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালতের এক রায়ের পর নিবন্ধন হারায় একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে কলঙ্কিত জামায়াতে ইসলামী।
এর আগে জামায়াত ছেড়ে আসা এক দল নেতা ‘আমার বাংলাদেশ’ বা এবি পার্টি নামে সংগঠিত হয়েছে। তারাও দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জমা দিয়েছে।
এবি পার্টির আহ্বায়ক জামায়াতে ইসলামী থেকে পদত্যাগকারী এ এফ এম সোলায়মান চৌধুরী। তিনি একজন সাবেক সচিব। আর সদস্য সচিব হিসেবে আছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু।
বিডিপি নামে গড়ে ওঠা দলটির সভাপতি আনোয়ারুল ইসলামের সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে আছেন নিজামুল হক। এই দুজনই জামায়াতের সদস্য বলে আলোচনা আছে।
জামায়াত সংশ্লিষ্টতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়ালেও কৌশলে আনোয়ার বলেছেন, ‘আমাদের নিয়ে অনেক কথা শুরু হয়েছে। আমরা প্রত্যাশা করিনি। খুব দ্রুত বিস্তারিত জানাব।…আমরা সম্পূর্ণ একটি দল, (জামায়াতের সঙ্গে) সম্পৃক্ততা নেই।’
এদিকে বুধবার নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘শর্ত পূরণ করে তারা (জামায়াত) ভিন্ন নামে এলে এবং তাদের গঠনতন্ত্র যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে নিবন্ধন পেতে বাধা নেই।’