Breaking News

সমাবেশ কেন্দ্র করে নয়, ওয়ারেন্টভুক্তদের গ্রে’প্তা’র করা হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কা’মাল বলেছেন, খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়, যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাঙচুর করেছে, তাদেরকে পু’লিশ গ্রে’প্তা’র করেছে।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অ’তিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, সমাবেশ ঘিরে অ’প্রীতিকর কোনো কিছু ঘটার তথ্য নেই। সমাবেশে পু’লিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হচ্ছে না। পু’লিশ তার নিয়মিত কাজ করছে।

গণপরিবহন বন্ধের বিষয়ে তিনি বলেন, সমাবেশের আগের দিন শুরু হয়েছে দুই দিনের ‘পরিবহন ধ’র্মঘট’। সেটা বাস মালিকদের কিছু দাবি মানার প্রক্রিয়া হিসেবে করেছে। এখন এই সময়ে কেন করেছে সেটা আমাদের জানার বিষয় না। যে কেউ যেকোনো সময় তাদের দাবি-দাওয়া জানাতে পারে। সবকিছুতো সরকারের সাথে পরাম’র্শ করে করা হয় না।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *