ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির বিদায়ী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, সামনের দিনগুলোতে রাজনৈতিক কর্মসূচিতে সংঘাত বাড়াতে কিছু মানুষ কাজ করবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে। তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন ও আইনগতভাবে মানুষকে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ডিএমপি হেডকোয়ার্টার্সে চলতি বছরের সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে আরও সর্তক অবস্থানে থেকে দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্তা বাড়াতে হবে। জঙ্গিবাদ হঠাৎ যাতে মাথাচাড়া দিয়ে কোনও ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’গ্রেফতারি পরোয়ানা তামিল, চুরি মামলা, ছিনতাই মামলা, মামলা তদন্ত, চোরাই গাড়ি উদ্ধার, মাদক উদ্ধার ও মূলতবি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আরও গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।
প্রসঙ্গত, চলতি মাসের ৩০ তারিখ অবসরে যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।