Breaking News

৬০ শতাংশ ভারতীয় বাংলাদেশ কে নিরাপদ প্রতিবেশী ভাবেন

সমীক্ষাটি চালিয়েছিল সি ভোটার সংস্থাই। তিনটি দেশে এই সমীক্ষায় অংশ নিয়েছিল ভারতীয়, বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকরা। এই সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। মে থেকে সেপ্টেম্বরে হওয়া এই সমীক্ষায় চুয়াল্লিশ শতাংশ মানুষ মনে করেছে দেশ ভাগ অর্থাৎ ভারত-পাকিস্তান ভাগ ঠিক হয়নি। কিন্তু, ৪৬ শতাংশ মনে করেছে দেশভাগ সঠিক সিদ্ধান্ত ছিল।

এই সমীক্ষায় পাঁচ হাজার আটশো পনেরো জন ভারতীয় অংশ নেয়। এর মধ্যে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান এবং গোয়ার মানুষরা পার্টিশন এর বিরুদ্ধে অভিমত দেয়। ভারতের জন্যে কারা সব থেকে নিরাপদ প্রতিবেশী? এই প্রশ্নের জবাবে ষাট শতাংশ বলেছে, ভারতের সব থেকে নিরাপদ আর ভালো প্রতিবেশী রাষ্ট্র হল বাংলাদেশ. পনেরোটি ভাষায় এই সমীক্ষা চালানো হয়।

সি ভোটার এর সাহায্যকারী সংস্থা হিসেবে ছিল- সি পি আর। ভারতের পক্ষে নিরাপদ কি পাকিস্তান? এই প্রশ্নের জবাবে ৮৬ শতাংশ বলেছে, না, পাকিস্তান নিরাপদ প্রতিবেশী নয়।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *