Breaking News

অবশেষে শেষ হলো বেনজীর অধ্যায়

বাংলাদেশে পুলিশের সর্বোচ্চ পদ আইজি। আর এই পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন ড. বেনজীর আহমেদ। তবে দেখতে দেখতেই ফুরিয়ে এসেছে চাকরির মেয়ের। আর এরই ধারাবাহিকতায় চলতি মাসের আগামী ৩০ সেপ্টেম্বর দায়িত্ব থেকে অবসরে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), বিপি-৬৩৮৮০০০০২১ , পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তর, ঢাকাকে ৩০ সেপ্টেম্বর ২০২২ বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী অবসর দেওয়া হলো।
তাঁর পক্ষে, ১৮ মাসের মূল বেতনের সমতুল্য ল্যাম্পগ্রান্ড সহ ১ অক্টোবর ২০২২ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এক বছরের অবসর এবং অবসর-পরবর্তী ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
দায়িত্বে থাকাকালীন দুর্নীতি-দমনে নানা অবদান রেখেছেন ড. বেনজীর আহমেদ। সততার মধ্যে দিয়ে দায়িত্ব পালন করায় সারা-দেশজুড়েই যেন প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *