আর মাত্র এক ম্যাচের অপেক্ষা। বিশ্বজয়ের হাতছানি মেসিদের সামনে। আর এরই মধ্যে বাংলাদেশ নামটাও বেশ পরিচিত হয়ে উঠেছে আর্জেন্টাইনদের কাছে। কোটি বাঙালি ভক্তের ভালোবাসার কথা জানেন বিশ্বতারকা লিওলেন মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি ও সহধর্মীনী আন্তোনেলা রোকুজ্জোর।
কাতারের দোহায় তারা তাদের ভালোবাসার কথা ব্যক্ত করলেন একাত্তরের প্রতিবেদক অর্ণব বাপির কাছে। খেলাযোগ টিমের পক্ষ থেকে তারা গ্রহণ করেছেন লাল-সবুজ বাংলার জার্সিও। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে ক্রোয়েশিয়ার সাথে ম্যাচ শেষে ফিরছিল মেসির পরিবার। সে সময় এ বিশ্বতারকার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে যে ভালোবাসা দিয়েছে সেটা অভাবনীয়। এতো দূরের একটা দেশ যে আমার মেসিকে ঘিরে উদযাপন করে সেটা নিঃসন্দেহে গর্বের। আমাদের পক্ষ থেকেও তাদের জন্য ভালোবাসা।’
লিওলেন মেসির সহধর্মীনী আন্তোনেলা রোকুজ্জোর খানিক বাদেই বলে ওঠেন, ধন্যবাদ- বাংলাদেশ। সেইসাথে বাংলাদেশের ভক্তদের ভালোবাসা জানান মেসির ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
Leo Messi congratulations from Bangladesh
বিশ্বকাপ শেষ হওয়ার পরে মেসি বাংলাদেশে এসে পূর্বাচল আবাসিক জোনে একটা প্লট কিনে যাবেন।দুই মাস পরে সেখানে বাংলাদেশে অবস্থানরত মেসি ভক্তদের সমন্বয়ে সেখানে বাড়ি তৈরির কাজ শুরু হবে।২০২৩ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার নাগরিকত্ব ত্যাগ করে মেসি স্ব-পরিবারে বাংলাদেশে চলে আসবেন।এর পর থেকে ভদ্রলোক বাংলাদেশ ফুটবলের হাল ধরবেন 🤗🤗