Breaking News

আইজিপি কী অন্যায় করেছেন যে নিরাপত্তা দিতে হবে, প্রশ্ন রিজভীর

বিদায়ী পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নিরাপত্তা দেওয়ার বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তার সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে বলতে চাই, সাবেক আইজিকে আপনি কেন নিরাপত্তা দেবেন? আপনি তাকে দিয়ে কী অন্যায় করিয়েছেন যে অবসরের পরও নিরাপত্তা দিতে হবে? এর আগের কোনো আইজিকে অবসরে থাকার সময় তো নিরাপত্তা দেননি। তাহলে এই অবসরের পরে কেন এই আইজিকে নিরাপত্তা দিচ্ছেন? এগুলো নিয়ে পরবর্তীতে অনেক কিছু জানা যাবে। কারণ অনেক গুম হওয়া পরিবারের কান্না, অনেক ক্রসফায়ারের কান্না এখানে নিহিত আছে।’

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মুন্সিগঞ্জের পুলিশ সুপার শেখ হাসিনার আদর্শ সন্তানের মতো অনর্গল মিথ্যা কথা বলেন। পুলিশ গুলি করে হত্যা করেছে শাওনকে, তার ডেথ সার্টিফিকেটে লেখা আছে ‘ম্যাসিভ হেড ইনজুরি ডিউ টু গান শট’। এখন এসপি বললেন, ইটের আঘাতে মারা গেছে। কিসের জন্য নিজের অপরাধ ঢাকতে চান এসপি সাহেব? ঢেকে লাভ নাই।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস চ্যান্সেলর ( ভিসি) এবং প্রক্টরকে চৌকিদার না হোটেলের ম্যানেজার বলবো? বিশ্ববিদ্যালয়টির যে অ্যাকাডেমিক টোন, সেই টোনকে ধ্বংস করেছেন বর্তমান ভিসি আখতারুজ্জামান। মঙ্গলবার ছাত্রদল একটা প্রেস কনফারেন্স করেছে। আমি বিএনপির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে বক্তব্য দিয়েছি। ঢাবি শিক্ষক সমিতি আমার বিরুদ্ধে একটা প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। আমি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও প্রক্টরকে চাকর-বাকর বলেছি। তো আমি আর কী বলতে পারি? চৌকিদার বলব নাকি হোটেলের ম্যানেজার বলব?’

রিজভী বলেন, ‘আমরা ঢাবিকে প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি; এখানে স্যার এফ রহমান, বজলুল হানিফ চৌধুরী, শামসুল হক, অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ ভাইস চ্যান্সেলর ছিলেন। উনারা শিক্ষক ছিলেন। কোন ছাত্র কোন দল করে, এটা তাদের কাছে বড় বিষয় ছিল না। আর বর্তমান ভাইস চ্যান্সেলর ঢাবি ছাত্রদলের নেতাকর্মীদেরকে ফাঁদের মধ্যে ফেলে ছাত্রলীগ দিয়ে পিটুনি খাইয়েছেন।’

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *