Breaking News

গার্ডারচাপার মামলায় সব আসামি জামিনে মুক্ত

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনার মামলায় আসামি ট্রাফিকম্যান মো. রুবেলকে জামিন দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলাম গত ২২ সেপ্টেম্বর তার জামিন মঞ্জুর করেন।

এ নিয়ে মামলায় দশ আসামির সবাই জামিন পেয়ে ইতোমধ্যে কারামুক্ত হয়েছে। এর আগে এ মামলার অপর ৯ আসামি জামিনে কারামুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট আদালত থেকে নিশ্চিত করা হয়।

গত ১৫ আগস্ট বিকেলে উত্তরায় প্যারাডাইস টাওয়ারের সামনে বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হন। ওই গাড়িতে থাকা নবদম্পতি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।

এ ঘটনার ওইদিন রাতেই নিহত ফাহিমা আক্তার ও ঝরনা আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। এরপর ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত ইফসকন বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী ইফতেখার হোসেন, হেড অব অপারেশন আজহারুল ইসলাম মিঠু, ক্রেন সরবরাহকারী প্রতিষ্ঠান বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার ও প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধার জামিন মঞ্জুর করেন আদালত।

২৫ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী শাহ ও মঞ্জুরুল ইসলাম আদালত থেকে জামিন পায়। এরপর ২৯ আগস্ট ক্রেনচালক আল আমিন হোসেন ওরফে হৃদয় ও রাকিব হোসেন এবং ৩১ আগষ্ট আসামি আফরোজ মিয়াও জামিন পান।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *