পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে নারী-শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ অর্ধশত। তাদের উদ্ধারে অভিযান চালোনো হচ্ছে।
জানা গেছে রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা। বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, একই নৌকায় ৭০ থেকে ৮০ জন উঠেছিল। এরপরই নৌকাটি ডুবে যায়।