Breaking News

মসজিদে জমি দান করায় বাবাকে পিটিয়ে হত্যা

পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে আরশেদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ছেলেসহ চারজনকে আটক করেছে পুলিশ।আরশেদ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।আটক ব্যক্তিরা হলেন:- আরশেদ আলীর বড় ছেলের স্ত্রী সাহেরা, ছোট ছেলে মো. খোরশেদ আলী, ছোট ছেলের স্ত্রী রুমা, নাতি মোহাম্মদ আহাদ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বড় ছেলে মো. খবির হোসেন।

পুলিশ জানায়, ১৫ থেকে ২০ দিন আগে নিহত আরশেদ আলী বাড়ির পাশে চর উকিয়ারা জামে মসজিদের নামে ১০ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন। জমি দানকে কেন্দ্র করে ছেলেদের সঙ্গে তার কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে রোববার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ছেলে, ছেলের বউ ও নাতি আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন। দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সদর থানা ওসি মো. আকবর আলী জানান, এ বিষয়ে চারজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *