নারী সাফ চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো ট্রফি জিতেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন আবার সাফেরও প্রেসিডেন্ট। ট্রফি দেওয়ার জন্য তার থাকার কথা ছিল নেপালে। কিন্তু মেয়েদের জন্য যাতে চাপ না হয় তাই তিনি নেপাল যাননি।
তবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পরে তার মন টেকেনি। চেয়েছেন কাঠমান্ডুতে উড়াল দিতে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সালাউদ্দিন জানান, বড় লোক হলে প্লেন চালিয়ে নেপাল চলে যেতেন তিনি।
সালাউদ্দিন বলেন, ‘আমি বলেছি কাপটা নিজ হাতে আমার দেশকে দিতে পারলে এর থেকে গর্ব কিছু হবে না। যখন টিম জিতছে আমি যদি ওরকম বড়লোক হতাম, প্লেন নিজে চালিয়া ওখানে নাইমা যাইতাম। কালকে আমার ভাবটা এরকম ছিল।’
বিস্তারিত আসছে…