Breaking News

রাঙ্গার পর এবার মৃধাকে জাপা থেকে অব্যাহতি

মশিউর রহমান রাঙ্গার পর এবার এডভোকেট জিয়াউল হক মৃধা’কে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা পদে ছিলেন।

শনিবার জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি এই তথ্য নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাকে অব্যাহতি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের -এর দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে এডভোকেট জিয়াউল হক মৃধা’কে অব্যাহতি প্রদান করা হয়েছে। ইতিমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

এ বিষয়ে জিয়াউল হক মৃধা মানবজমিনকে বলেন, এটি সম্পূর্ণ আইন-বহির্ভূত। এর আগে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। জাপা চেয়ারম্যান ২০ (ক) ধারা অনুযায়ী যখন যাকে ইচ্ছা দল তাকে অব্যাহতি দিচ্ছেন। এটা স্বেচ্ছাচারিতার নামান্তর, মানবাধিকার লঙ্ঘন।
এর আগে ১৪ই সেপ্টেম্বর বুধবার দলের প্রেসিডিয়ামসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *