অতর্কিত হামলার শিকার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। মাথায় আঘাত পেয়ে তিনি রক্তাক্ত হয়েছেন। এ সময় আরও আহত হয়েছেন তার স্ত্রী শামীমা বরকত লাকি এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ হোসেন।। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তারা কুমিল্লার দিকে রওনা হয়েছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, নিজ এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে শনিবার সোনাইমুড়ি ও কুমিল্লার মনোহরগঞ্জের সীমান্ত এলাকায় অবস্থিত বিপুলাসার বাজারে নামেন বরকত উল্লাহ বুলু। সেখানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চা খাওয়ার সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তার ওপর হামলা করেছে।
নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাওহার ইকবাল সংবাদিকদের বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বরকত উল্লাহ বুলু জানিয়েছেন, হঠাৎ মোটরসাইকেলে করে দুই-তিনজন লোক এসে তাদের ওপর হামলা করেছে।
সব শেষে জানা গেছে, তারা কুমিল্লার একটি হোটেলে যাত্রা বিরতি করে জেলা ও মহানগর বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।