Breaking News

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে পড়লো শিক্ষার্থীর মাথায়

ঝিনাইদহের শৈলকুপায় এসএসসি পরীক্ষা চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে রাকিবুল হাসান ইমন নামে এক পরীক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাব স্কুল এন্ড কলেজের ছাত্র।

জানা যায়, শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত শ্রেণিকক্ষে এসএসসি পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। অনেকদিন সিলিং ফ্যানগুলো না চালানোর ফলে বৃহস্পতিবার পরীক্ষার সময় ঘুরতে ঘুরতে ফ্যানটি রাকিবুল হাসানের উপর পড়ে। এ সময় ওই শিক্ষার্থী গুরুতর আহত হলে তাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দিয়ে আবার পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হয়।

আহত শিক্ষার্থী রাকিবুল হাসান ইমনের সহপাঠীরা জানান, পরিত্যক্ত স্কুল ভবনে কেন্দ্র করায় এই ঘটনা ঘটেছে। ফলে রাকিবুলের ঘন্টাখানেক সময় নষ্ট হয়ে গেছে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।

এ বিষয়ে শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেসপাতি বেগম জানান, আমাদের কাছে না শুনেই পরিত্যক্ত ক্লাসরুমে পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ করিম গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *