Breaking News

পাকিস্তানে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত দিরিলিসের সেই ‘আব্দুর রহমান’

জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আর্তুগ্রুলে’ দুর্দান্ত অভিনয় করে আগেই জয় করেছেন অসংখ্য ভক্তের মন। এবার বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানিদের পাশে দাঁড়িয়ে নিজের প্রতি ভক্তদের মুগ্ধতা আরো বাড়িয়ে নিলেন তিনি। বলছি- সিরিজে ‘আব্দুর রহমান’ চরিত্রে অভিনয় করা তুর্কি অভিনেতা জালাল আলের কথা।

মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, পাকিস্তানের করাচিতে পৌঁছার পর সিন্ধ এলাকায় যান জালাল আল। এখানে একজন পুরোদস্তুর স্বেচ্ছাসেবক হয়ে যান তিনি। নিজের কাঁধে ত্রাণসামগ্রী বহন করে বন্যার্তদের দ্বারে দ্বারে পৌঁছে দেন অভিনেতা।

সূত্র জানায়, এ সময় সিন্ধবাসীর সাথে মিলেমিশে একাকার হয়ে যান ইসলামী ভাবাপন্ন অভিনেতা জালাল।

ইতোমধ্যে এ সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, দিলখোলা হয়ে মিশে গেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে। অনলাইনে সক্রিয়রা বিষয়টি বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

জালাল আল নিজেও তার ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘তুর্কি জিন্দাবাদ। পাকিস্তান জিন্দাবাদ। বন্যায় অন্তত ৪ কোটি মানুষ ঘরছাড়া এবং প্রাণ হারিয়েছেন হাজারেরও বেশি।’

অভিনেতা জালাল আল তার ভক্তদের বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানিদের সাহায্যের আবেদন জানিয়েছেন।

তার এক ভক্তের অভিমত- ‘সমগ্র মুসলিম উম্মাহ এক দেহের মতো। একজনের দুর্দিনে অন্যজনের এভাবেই এগিয়ে আসা উচিৎ।’

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *