হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক জানিয়েছেন, বুধবার সকালে কাদের সিদ্দিকীকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. রসুল আমীনের অধীনে কার্ডিওলোজি বিভাগে ভর্তি আছেন তিনি। সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এদিকে, বিএসএমএমইউ সূত্র জানিয়েছে- হাসপাতালে ভর্তির পরপরই কাদের সিদ্দিকীর চিকিৎসায় অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, অধ্যাপক ডা. মুহাম্মদ আবুল হাসনাত, অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ এবং ডা. মো. রসুল আমিনের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার কাদের সিদ্দিকীর এনজিওগ্রামও করা হয়েছে।