Breaking News

বরগুনায় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির মিছিল

দলটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপলক্ষে বরগুনা জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে পুলিশের বাধার সম্মুখীন হয় মিছিলটি।

এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা।

পরে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক সজীব, জেলা যুবদলের সভাপতি মো. কামরুজ্জামান জাহিদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সভাপতি ফারুক হোসেন মোল্লা প্রমুখ।

এদিকে বরগুনার পাথরঘাটায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *