Breaking News

ছাত্রলীগ নেতার চিকিৎসায় এক লাখ টাকা দিলেন আইনমন্ত্রী

নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত আমিনুল ইসলাম তুহিন নামের এক ছাত্রলীগ নেতার পাশে দাঁড়িয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

চিকিৎসার জন্য বুধবার (৩১ আগস্ট) মন্ত্রীর পক্ষ থেকে তাকে এক লাখ টাকা দেওয়া হয়। এ সময় কুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন খান রিমন বলেন, ‘কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হন উপজেলার কুটি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তুহিন। চিকিৎসার কাজে তার অনেক টাকা ব্যয় হয়। সার্বিক দিক বিবেচনা করে বিষয়টি আইনমন্ত্রীকে জানানো হয়। তিনি ওই ছাত্রলীগ নেতার চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা পাঠালে সেটি বুঝিয়ে দেওয়া হয়েছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *