Breaking News

‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়’

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, সরকারি দলের নেতারা বলেছেন, এই সরকারের মন্ত্রী তাদের দলের কেউ না। তারা জনগণের পাশেও দাঁড়ান নাহ। এতে কোন সন্দেহের অবকাশ থাকে না যে আওয়ামী লীগ আজ কোন রাজনৈতিক দল নয়।

আজ বিকালে এনডিএম ফেনী জেলা ত্রিবার্ষিক সন্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন

ববি হাজ্জাজ বলেন, সরকারের সঙ্গে জনগণের কোন সম্পৃক্ততা নেই। মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়ানো, চা-শ্রমিকসহ জনগণের অভাবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো এবং সরকারের উচ্চপদস্থ মন্ত্রীদের বিভ্রান্তিকর বক্তব্য পরিষ্কার করে দেয় সরকারি দলের কোন রাজনীতি নেই। তারা ক্ষমতাকেন্দ্রিক লুটতরাজের সরকার।

 

 

সম্মেলনের উদ্বোধন করেন এনডিএমের সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা। সম্মেলন শেষে ফেনী জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।

ফেনী বেস্ট ইনন কনভেনশন হলে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলার আহবায়ক মো. নূর উল্লাহ্‌। এ সময় উপস্থিত ছিলেন এনডিএমের কেন্দ্রীয় নেতাসহ সোনাগাজী, পরশুরাম, দাগনভূইয়া, ছাগলনাইয়া, সদর উপজেলার এনডিএমের নেতারা।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *