Breaking News

চোর সন্দেহে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে হত্যা করল ভারতীয়রা

পঞ্চগড়ের অমরখানা সীমান্ত দিয়ে গরু আনার সময় আব্দুস সালাম (৩০) নামের এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ আগস্ট) ভোরে ভারতের জলপাইগুঁড়ির রাজগঞ্জ থানার চাউলহাটি বড়ুয়াপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

আব্দুস সালাম সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাহারপাড়া এলাকার বাসিন্দা। তিনি গরু ব্যবসার সঙ্গে জড়িত।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাতে সালামসহ তিনজন গরু ব্যবসায়ী অমরখানা সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। বুধবার ভোরের দিকে বড়ুয়াপাড়া সীমান্ত দিয়ে গরু নিয়ে ফেরার পথে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। এসময় দুজন পালিয়ে গেলেও সালামকে গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে। পরে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে।

সালামের বড় ভাই আলিম হোসেন বলেন, স্থানীয় দুই যুবকের সঙ্গে আমার ভাইও গরু আনতে ভারতে যান। সকালে তার খোঁজ না পেয়ে মোবাইলে কল দেই। ফোন রিসিভ করে এক ভারতীয় জানান গরু চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, ভারতে গরু আনতে গিয়ে সালাম নামের এক যুবক মারা গেছেন। বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার চেয়ারম্যানসহ বিজিবিকে জানিয়েছি।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, এ ব্যাপারে বিএসএফ এখনো কিছু জানাননি। তবে আমরা খোঁজ খবর রাখছি।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *