টাঙ্গাইলের ভূঞাপুরে খেলার সময় গলায় গামছা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ফাতেমা খাতুন (৭) উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার মা হাওয়া বেগমকে আটক করেছে পুলিশ।
শিশুর মা হাওয়া বেগম জানান, ফাতেমা ঘরে গামছা দিয়ে খেলা করছিল। সন্ধ্যার দিকে মাছ কেটে ঘরে গিয়ে দেখি গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে খুলে তাকে নামিয়ে ভূঞাপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, পরিবারের দাবি শিশুটি খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে মারা যায়। এতে তার মায়ের অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের থানায় আটক রাখা হয়েছে। এ ছাড়া শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।