Breaking News

কোনো দিন ইলিশ খাইনি,পাঙ্গাসই আমাদের জাতীয় মাছ

‘কোনো দিন ইলিশ খাইনি, পাঙ্গাসই আমাদের জাতীয় মাছ, আমার ছেলে বইয়ের পাতায় ইলিশ মাছের ছবি দেখিয়ে বলে- এইটা কী মাছ? এর স্বাদ কেমন? আমি জবাব দিতে পারি না। কারণ ইলিশ মাছের স্বাদ কেমন তা তো আমিই জানি না। কোনোদিন খাইনি। অথচ এটা নাকি আমাদের জাতীয় মাছ। তবে আমাদের কাছে জাতীয় মাছ হলো পাঙ্গাস। পাঙ্গাস ছাড়া কোনো মাছ কেনার সামর্থ চা-শ্রমিকদের নেই।’ এক নাগারে কথাগুলো বলছিলেন সিলেট শহরতলীর আলী বাহার চা-বাগানের শ্রমিক মিথিলা ফারজানা।

তিনি বলেন, ‘১২০ টাকায় কী হয়? সন্তানদের মুখে কোনোদিন ভালো খাবার দিতে পারি না। কাপড় দিতে পারি না।’

৩০০ টাকা মজুরির দাবিতে রোববার দুপুরে মালনীছড়া চা-বাগানে বিক্ষোভ সমাবেশ করে সিলেটের বিভিন্ন চা-বাগানের শ্রমিকরা। সেখানেই এমন কথা বলেন তিনি।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *