Breaking News

দেশে তালেবানি সরকার প্রতিষ্ঠার চক্রান্ত চলছে: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘রাজনীতিতে বর্তমানে বড় হুমকি হচ্ছে বিএনপি, জামায়াত, হেফাজত ও জঙ্গিদের মিলিত চক্র। যারা দেশের সমস্যাগুলোকে পুঁজি করে ঘোলা পানিতে ক্ষমতা দখলের চক্রান্ত করছে। এ ছাড়া দেশের অভ্যন্তরে দুর্নীতিবাজ ও বাজার সিন্ডিকেট কারসাজি করে বাজারে যে অস্থিরতা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করে দিচ্ছে। এই সুযোগে বিএনপি, জামায়াত ও হেফাজত একটি তালেবানি সরকার প্রতিষ্ঠার চক্রান্ত করছে।’

শনিবার (২০ আগস্ট) দুপুরে বরিশাল বিভাগীয় জাসদের প্রতিনিধি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গিবাদী রাজাকার ও হেফাজতি চক্র সামরিক শাসকদের হাত ধরে বাংলাদেশে আমদানি হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা দীর্ঘদিন বাংলাদেশকে অসাম্প্রদায়িকতার পথে টেনে তোলার চেষ্টা করছি। এখন আমরা মাঝপথে রয়েছি। কিন্তু জামায়াত ও তেঁতুল হুজুর, রাজাকার ও জঙ্গিবাদীরা এখনও চক্রান্ত করে চলছে গোপনে এবং প্রকাশ্যে। যা জাতীয় রাজনীতির স্বার্থে হুমকি স্বরূপ।’

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধান বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বীকার করে না। আমাদের সরকারও স্বীকার করে না। সুতরাং জাতিসংঘের প্রতিনিধিরা যে কথা বলেছে, তারা মানবাধিকার রক্ষার পক্ষে, আমরাও পক্ষে, এখানে তাদের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই।’
বরিশাল শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার। অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম ও প্রধান বক্তা জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন ও বক্তা ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল কবির বাদল। সভাপতিত্ব করেন বরিশাল জেলা জাসদের সভাপতি আব্দুল হাই মাহাবুব।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *